ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের বর্তমান অবস্থা জনগণের জন্য দু:সহনীয় হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ একটি কার্যকর হিসেবে টিকে থাকতে পারবে না। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি’র শহীদ ও প্রয়াত নেতাদের স্মরনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ স্বাধীনের পর স্বাধীন দেশের উপযোগী রাজনীতি ও রাষ্ট্র-ব্যবস্থাপনা গড়ে তোলা হলে জনগণকে বার বার এ অবস্থায় পড়তে হতো না।
রব বলেন, শহীদ কাজী আরেফ, মোশাররফ হোসেন, সিদ্দিক মাষ্টার ও প্রয়াত নূর আলম জিকু, মোহাম্মদ শাহজাহানসহ জেএসডি’র হাজার হাজার নেতা স্বধীন দেশের উপযোগী রাজনীতি ও রাষ্ট্র-ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম করেছেন। তাদের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। দেশে যে উপনিবেশিক ধাঁচের সহিংস-সংঘাতময় রাজনীতি চলছে তার ফলে আজ জনগণের জানমালের নিরাপত্তা, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সবই বিপন্ন। এ অবস্থা অবসানের জন্য আজ দরকার সংঘাত-সহিংসতার পথ পরিহার করে অবিলম্বে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সংলাপ শুরু করা। জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এম এ গোফরান,আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুল খালেক প্রমুখ।