দেশে গণতন্ত্রের জন্য আকুতি চলছে: ড. আকবর

0
522

Dr. Akbar Ali 01
ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশে গণতন্ত্রের জন্য আকুতি আন্দোলন চলছে। গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে কোন বৈপরীত্য নেই। গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর ৫ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিদ্যমান সঙ্কট সমাধানে গণভোট অনুষ্ঠানের পরামর্শ দিয়ে তিনি বলেন, গণভোট এর ব্যবস্থা থাকলে হরতালের প্রয়োজন হত না। তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজনীয়তা ভোটারদের বিষয়। গণভোটে ভোটারা যদি বলে এটা প্রয়োজন- আমরা মেনে নেব।
সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, দেশে বর্তমানে দলীয়করণ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত সহিষ্ণুতা নেই। গাজীপুরের ব্যাপারে এটা আমরা দেখতে পেয়েছি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, এটিএম সামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ প্রমুখ।