ঝিনাইদহ: “উন্নয়ন নীতিতে দলীত জনগোষ্ঠি” আমাদের প্রত্যাশা শীর্ষক এক এ্যাডভোকেসি সেমিনার রোববার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি অমল কুমার দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া সেমিনারে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, শ্রী বিদ্যুৎ কুমার দাস, সুর্য্য কান্ত দাস, অশোক কুমার দাস, উজ্জল কুমার দাস ও সনদ কুমার মল্লিক বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, দলিতরা আমাদের বোঝা নয়, সম্পদ। আমরা দেশের উন্নয়নে সবাইকে মুলধারায় স¤পৃক্ত করতে চায়। তিনি বলেন, দলিতরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবা করতে পারেন। এ জন্য সরকার সব কিছুই উন্মুক্ত রেখেছে। দলিত নেতৃবৃন্দ অবিযোগ করেন, ২০১৪ সালে সমাপনী পরীক্ষার একটি প্রশ্ন পত্রে আমাদেরকে মুচি বলে হেয় করা হয়েছে। এ ঘটনায় দেশের এক কোটি দলিত মানুষ মর্মাহত ও ব্যথিত। এমন আচরণ আমাদেরকে পরাধীনতার কখাই স্মরণ করিয়ে দিচ্ছে। এই বৈষম্য নিরসনের আহবান জানান দলিত নেতারা।