ঢাকা: সম্প্রতি ভাগ্নিকে সঙ্গে নিয়ে বেড়াতে এসে ক্ষমতাসীন ছাত্রলীগের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিতের ঘটনা উল্লেখ করে সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশ স্বাধীন হলে এমন হওয়ার কথা নয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো স্বাধীনতা যুদ্ধ চলছে। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে নারীদের হয়রানির শিকার হতে হয়েছে। স্বাধীন বাংলাদেশে এমন হওয়ার কথা নয়!’ সোমবার রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেনকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. কামাল হোসেন এসব কতা বলেন। এ সময় তিনি গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে সবাইকে ইস্পাতের মতো কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
ড. কামাল বলেন, ‘৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল বলে জয়ী হয়েছে বাঙালিরা। আমরা গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলেছি।’ তিনি বলেন, ‘নূর হোসেন অন্যায় মেনে নেয়নি, প্রতিবাদ করেছে। বাঙালি জাতি কখনো অন্যায় মেনে নেয় না, প্রতিরোধ গড়ে তোলে।’
নূর হোসেনের কাঙ্ক্ষিত গণতন্ত্র পেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গণফেরাম সভাপতি বলেন, ‘এখনো পাইনি। তবে নূর হোসেনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করছি। তার স্বাধীনতার স্বপ্ন পূরণ হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।’
বিকল্প ধারা বাংলাদেশের ব্যানারে ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আব্দুর রব, আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর, বিকল্প ধারার মহাসচিব মেজর অব.) আব্দুল মান্নান প্রমুখরা মিছিল নিয়ে নূর হোসেনকে শ্রদ্ধা জানাতে আসেন।
এর আগে নূর হোসেন দিবসে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
এছাড়া শহীদ নূর হোসেনের ভাই আলী হোসেনসহ পরিবারের সদস্য, শহীদ নূর হোসেন সংসদ বাংলাদেশ, আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিট, ছাত্রলীগের বিভিন্ন ইউনিট, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), যুব মৈত্রী, আওয়ামী ওলামা লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়।