Home বিনোদন ধোঁকাবাজি করলেন মাহী!

ধোঁকাবাজি করলেন মাহী!

410
0

Mahiya Mahi
ঢাকা: দেশ ছেড়ে বা ফিল্ম ছেড়ে কোথাও যাননি মাহী। বরং মিডিয়ার সাথে অনেকটা ধোঁকাবাজিই করেছেন। আসল খবর হলো ‘অগ্নি টু’ এর শুটিং-এর জন্যই আমেরিকা গেছেন তিনি। তবে এর সাথে মাহীর প্রেমিক আব্দুল আজিজও ছুটেছেন আমেরিকায়। সেখানে বিনা অনুমতিতেই শুটিং করবেন। পাশাপাশি অন্যান্য কাজও হবে। এর বাইরে আব্দুল আজিজও তার ফেসবুকে তার প্রমাণ দিয়েছেন। পাশাপাশি মাহীর চলচ্চিত্র ছেড়ে দেয়ার খবরটি যে শুধুই স্টান্ট ছিল মাত্র, তা স্পষ্ট হয় জাজ মাল্টিমিডিয়ার আরেক কর্ণধারের বক্তব্যে। সম্প্রতি এক অনলাইন বক্তব্যে তিনি বলেন, আমাদের সাথে কথা বলে কেউ কোনো খবর ছাপেনি। আর তাই মাহীর বিদায়ের খবরটিও ভিত্তিহীন। তাই জাজ-এর নতুন নায়িকা সন্ধানেরও প্রয়োজন নেই।
উল্লেখ্য, এর ভেতরে বিভিন্নভাবে মাহীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মিডিয়ার সাথে সরাসরি কোনো কথা বলছেন না। এদিকে মাহীর আপকামিং চলচ্চিত্রে ভারতের বেশ ক’জন অভিনয় শিল্পীরাও কাজ করবেন। তবে তা প্রকৃত অনুমোদনহীনভাবেই আমেরিকায় শুটিং করা হবে।কারণ আমেরিকায়
নীতিমালা মেনে নির্দিষ্ট লোকেশনে শুটিং করতেও অনেক খরচের প্রয়োজন। তবে মিডিয়ার সাথে মাহীর এই ‘চলচ্চিত্র থেকে বিদায়’ নামের স্টান্টবাজি নিয়ে অনেকে
আশঙ্কা করেছিলেন। কিন্তু বাড়তি প্রচারের প্রত্যাশায় খবরটি যে ভিত্তিহীন তা বলেননি। বরং আব্দুল আজিজের সাথে মাহীর প্রেমের বিষয়টিই আরো প্রকট হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চলচ্চিত্র নির্মাতা বলেছেন, আব্দুল আজিজ ও মাহীর পূর্ব পরিকল্পনা অনুযায়ীই নিছক মিথ্যে খবরটি ছড়ানো হয়েছে। কারণ শুধুমাত্র মাহীর একটি ফেসবুকের স্ট্যাটাসের ওপরে ভিত্তি করেই খবরটি প্রকাশ করেছে অনেকে। একই সাথে একাধিক মিডিয়ার সাথে মাহীর এই মিথ্যে খবরের প্রতারণারও নিন্দা করেছেন অনেকে।

Previous articleদরিদ্র জনগোষ্ঠির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই
Next article৭২ ঘন্টার হরতালের সমর্থনে সিলেট নগর জামায়াতের মিছিল