নওগাঁয় বাস খাদে পড়ে ২জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার দোহারের মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে পোরশা উপজেলার নিতপুরে যাচ্ছিল। এসময় উপজেলার দোহারের মোড় নামকস্থানে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২যাত্রী নিহত হয়। এঘটনায় ৬ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।