নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভাইসহ খুন

0
506

86592_murderনওগাঁ: নওগাঁ সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তার ভাইকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। নিহতরা হলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম (৪৫) ও তার ভাই শাহীনুল ইসলাম (৪০) । মধ্যরাতে নওগাঁ শহরের পাশে আদম দুর্গাপুর মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মধ্য রাতে শহর থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় চকপ্রাচী ও দুর্গাপুরের মাঝামাঝি স্থানে আক্রান্ত হন দুই ভাই। দুর্বৃত্তরা তাদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রাত ২টার দিকে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ ভোরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, গ্রামের আধিপত্য নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দুই ভাইয়ের বিরোধ চলছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।