নিউ ইয়র্ক: কখন পাবলিসিটি পেতে তো কখন হ্যাকারের উৎপাতে সেলেব্রিটিদের নগ্ন ছবি ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই প্রথম অন্য ঝামেলায় পড়েছেন পপস্টার জ্যানেট জ্যাকসন। সম্প্রতি এমন এক মেয়ের নগ্ন ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় যার চেহারার সঙ্গে হুবহু মিল রয়েছে জ্যানেটের।
মোট তিনটি ছবি ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়ায়। প্রথমটিতে মেয়েটি কোন পোশাক ছাড়াই দাঁড়িয়ে আছে সুইমিং পুলের পাশে। দ্বিতীয়টি নগ্ন হয়ে শুয়ে আছে এবং শেষের ছবিটিতেই নগ্ন হয়ে শুয়ে আছেন উপুড় হয়ে। এখন প্রশ্ন উঠছে এই ছবি গুলির আসল-নকল নিয়ে। যদিও যে ওয়েবসাইটে ছবি গুলি প্রকাশিত হয়েছে তাঁরা লিখেছেন, এই ছবি গুলি জ্যাকসনেরই। তবে গায়িকা বা তাঁর মুখপাত্রের তরফ থেকে এই ছবির সত্যতা নিয়ে এখনও কোন কিছু জানানো হয়নি।