Home জাতীয় নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির ওপর জোর দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির ওপর জোর দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

423
0
Hasina
ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের বর্তমান দুই মেয়াদে ২০০৯ থেকে ২০১৭ সালের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৪৬ লাখ ৭৯ হাজার ২২৯ জন কর্মী বিদেশ গমন করেছে। প্রধানমন্ত্রী আজ সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে সরকার থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করেছে। এ খাতের গুরুত্ব অপরিসীম বিবেচনায় বিদ্যমান শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির ওপর জোর দেয়া হয়েছে।তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে যেখানে বিশ্বের মাত্র ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো, সেখানে নতুন আরো ৬৫টি দেশে কর্মী পাঠানোসহ বর্তমানে এই সংখ্যা ১৬২টি দেশে উন্নীত হয়েছে।

Previous articleনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিয়ন্ত্রক’ হতে চায় ইসি
Next articleমাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে: শিক্ষামন্ত্রী