
নিউজ ডেস্ক: প্রাইভেসি পলিসিকে আরও স্বচ্ছ আর সহজ করতে চলেছে ফেসবুক। আগামী মাসের শুরুতেই এই নতুন পদ্ধতি আনা হবে বলে জানিয়েছে ফেসবুক। ইতিমধ্যেই নোটিফিকেশন আসতে শুরু করেছে ফেসবুকের পক্ষ থেকে। আপনি কি ধরণের সাইট পছন্দ করেন তা বিশ্লেষণ করে দেওয়া হবে পছন্দসই বিজ্ঞাপনও। এই আপডেট পাওয়ার জন্য ১ জানুয়ারি আপনার ফেসবুক আপডেট করতে হবে।
আপনি কোন জায়গায় যাচ্ছেন বা থাকছেন, তা থেকে ফেসবুকের মাধ্যমে খোঁজা যাবে কাছাকাছির কোন রেঁস্তোরা। প্রাইভেসি পলিসি পড়তে ও বুঝতে অনেক সহজ হবে বলে দাবি ফেসবুক কর্তৃপক্ষের। আপনার ফেইবুক অ্যাপটি সঠিকভাবে কাজ করছে কিনা তা সহজেই বুঝে নেবে ফেসবুক। ধরে নিন আপনি ইনস্টাগ্রাম খুলতে পারছেন না সেক্ষেত্রে ফেসবুক আপনাকে ওই অ্যাপটি ফিরে পেতে সাহায্য করবে।
এছাড়া, আপনার হোমপেজে কোন বিজ্ঞাপন থাকবে, আর কোন বিজ্ঞাপন থাকবে না সে ক্ষমতা থাকবে আপনার হাতে। এতে করে অপছন্দের বিজ্ঞাপনে ভরে যাবে না আপনার হোমপেজ। এমনটায় দাবি ফেইবুক কর্তৃপক্ষের।