জগন্নাথপুর: নানা জল্পনা-কল্পনার পর জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী এ কমিটির অনুমোদন দিয়েছেন। শাহ সাহেদ আহমেদকে সভাপতি ও মো. রোমেন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি সাফরুজ আহমেদ, মুরাদ আহমেদ, সৈয়দ আহমেদ হোসেন তানিন, মঞ্জুরুল আলম, সাহান আহমেদ, আমিনুর কামালী, শোয়েব আহমেদ, আজমল হোসেন মিঠু, সৈয়দ মাকসুদ আহমেদ, জিপার আলম, জুয়েল মিয়া, সায়মন হোসেন রোমেন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ কান্তি রায় সানি, মো. আবদুল মুকিত, মাহমুদুল হাসান হিবলু, দেলোয়ার হোসেন বায়জিদ, তোহা চৌধুরী, মো. হাবিব জুয়েল, সায়েক আহমেদ, তানভীর আলম পিয়াস, আব্দুল কাদির, মোফাজ্জেল হোসেন মোহন, মো. তৌফিক মিনার। কমিটির সদস্য: হিসেবে রয়েছেন মো. সুমন মিয়া, নাসির আহমেদ, শামীম আহমেদ, জুনেদ আহমেদ, মো. কামাল হোসেন, টিপু আহমেদ, আনফার, মিঠুন দেব, ফরহাদ আহমেদ ও বিরাজ কান্তি দাস তপু।
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী জানান, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং গণমানুষের কল্যাণে ছাত্রলীগ করে যাবে।