নিউজ ডেস্ক: বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়ার অবরোধের নামে নাশকতা শুরু করেছে। তিনি পাকিস্তানের মতো দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে নাশকতা করে দাবি আদায় করা যায় না। তা হলে আলকায়দা জঙ্গি বাহিনী দিয়ে তাদের দাবি আদায় করতে পারতো।
শনিবার ভোলায় ‘লাইট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল টাউন অ্যাট ভোলা’ শিরোনামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বানিজ্যমন্ত্রী আরো বলেন, আর মাত্র ২ দিন পর কোমলমতি শিশুদের এসএসসি পরীক্ষা। অথচ ৭২ ঘন্টা হরতাল দিয়েছে বিএনপি জোট। কোন বিবেকবান নেতৃ এটা করতে পারে না।
তিনি আরো বলেন, ভোলাকে অর্থনৈতিকভাবে উন্নয়নশীল আধুনিক জেলায় রূপান্তরিত করার লক্ষে আজ থেকে নতুন করে শিল্পায়নের বীজবপন করা হলো। ভোলায় ইকোনোমি জোন করা হবে। একটি পোর্ট নির্মাণ করা হবে। সারা দেশের সাথে সড়ক পথে যোগাযোগের জন্য প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল ব্রীজ নিমানের উদ্যোগ নেয়া হবে।