Home জাতীয় নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা

নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা

635
0
ফাইল ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদসহ দুটি মসজিদে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক ও নিন্দা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী অফিসের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে জুমার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

Previous articleনিউজিল্যান্ডে মসজিদে হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ৫০
Next articleভুঁইফোড় সংগঠনে অতিথি আ.লীগের ‘বেকার’ নেতারা