Home আন্তর্জাতিক নিউ ইয়র্কে তুষারঝড়ে ৮ জনের প্রাণহানি

নিউ ইয়র্কে তুষারঝড়ে ৮ জনের প্রাণহানি

501
0

51074_hea
নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক তুষারঝড় আঘাত হেনেছে। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র থেকে বেশ দূরে অবস্থিত অঞ্চলগুলোতে আঘাত হানা এ ঝড়ে কমপক্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন। তুষারঝড়ের সময় একজন গাড়ি বিধ্বস্ত হয়ে, একজন গাড়িতে আটকে দম বন্ধ হয়ে এবং ৬ জন হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রজুড়ে যে ভারি তুষারপাত শুরু হয়েছে, তাতে মৃতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিউ ইয়র্কের গ্রেট লেইকস এলাকায় তা-ব চালিয়ে বাফালো এলাকায় আঘাত হানে তুষারঝড়টি। সেখানে দেড় মিটার বা ৫ ফুট পুরু বরফের স্তূপ রেকর্ড করা হয়েছে। ওই অঞ্চলে ভারি তুষারপাতের আভাস এখনও রয়েছে। সেখানে প্রাণ হারিয়েছেন ৮ জন। নিউ ইয়র্ক, ফ্লোরিডা, হাওয়াইসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য প্রচ- শীতে বিপর্যস্ত। বাড়ির দরজাগুলো খোলা রাখার জন্য বারবার বরফ সরাতে হচ্ছে বাসিন্দাদের। অধিকাংশ মানুষই ঘরের বাইরে বের হওয়ার সাহস করছেন না। বহু বাসিন্দা তাদের বাড়ি কিংবা গাড়িতে আটকা পড়ে রয়েছেন। দমকা বাতাস ও বরফপিচ্ছিল রাস্তার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অংশে স্কুল বন্ধ রয়েছে।

Previous articleশাবিতে হল দখল নিয়ে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৫
Next articleকলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি