Home আইন নিজামীর আপিল: ৩১ মার্চের মধ্যে সারসংক্ষেপ জমার নির্দেশ

নিজামীর আপিল: ৩১ মার্চের মধ্যে সারসংক্ষেপ জমার নির্দেশ

544
0

Nizami 01ঢাকা: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ আগামী ৩১ মার্চের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রাষ্ট্র ও আসামী পক্ষকে এ আদেশ দেন।
বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালত তার আদেশে বলেছেন, ৩১ মার্চের মধ্যে সার সংক্ষেপ জমা না দেয়া হলে, তা ছাড়াই আপিলের কার্যক্রম শুরু হবে।
মাওলানা নিজামীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে উপস্থিত ছিলেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি দুই সপ্তাহের মধ্যে মামলার সার সংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
গত বছরের ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। গত ২৩ নভেম্বর খালাস চেয়ে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেনে মাওলানা নিজামী।

Previous articleদুর্দিনে জাতিকে জাগিয়ে তোলায় ক্রিকেট দলকে অভিনন্দন
Next articleবগুড়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক