Home আঞ্চলিক নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

467
0
ফাইল ছবি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে তুষার দে নামে এক পুলিশ কনস্টেবল নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করেছেন। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ভেতরেই এ ঘটনা ঘটে। পরে কক্সবাজার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুষারের বাড়ি চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল কবির বলেন, তুষার দে নিজের রাইফেল মাথায় ঠেকিয়ে ট্রিকারে চাপ দেন, এতে তার মাথা ভেদ করে গুলি বের হয়ে যায়। গুলিতে তার মাথায় বড় ধরণের ক্ষত হয়েছে। ঘটনার পর তুষারকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত কিছুদিন ধরে তুষার দে ঘুমধুম তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছেন।

Previous articleসুনামগঞ্জ-২ আসনে বিপুল ভোটে জয়া সেনগুপ্তা জয়ী
Next articleশেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব: সেতুমন্ত্রী