রংপুর: র্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ বলেছেন, বাংলাদেশ সোমালিয়া নয়, আমরা কোন ভূল করে থাকলে তা দেখার জন্য রাষ্ট্র রয়েছে। তিনি বলেন, দেশের একশ্রেনীর মানুষ সাধারন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। মানুষ পুড়িয়ে মেরে, হত্যা করে তারা কিছু অর্জন করতে পারবেনা। র্যা ব তার সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও জনগনের জান মাল রক্ষা করবে। জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে যেখানে হাত দেয়া প্রয়োজনে র্যাব তা করবে।
রোববার বিকেলে রংপুর পুলিশ অফিসার্স সম্মেলন কেন্দ্রে রংপুরে র্যাপব- ১৩ এর নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি ।
এ সময় বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, পুলিশের ডিআিইজি হুমায়ুন কবির, রংপুরের ডিসি ফরীদ আহাম্মদ ও গাইবান্ধার ডিসি এহসান এলাহী, রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাকসহ র্যারবের বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।