Home জাতীয় নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন

নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন

401
0

Rezaul Karim
ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমানে দু’দলই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে। এ রাজনীতি আমরা চাইনা। নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ১৩ তারিখের মধ্যে যদি এ সহিংসতা বন্ধ না হয়, তাহলে আমরা ঢাকা অভিমুখে মার্চ ফর পিচ ঘোষণা করতে বাধ্য হবো।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কোনো দলের কর্মচারী নন। আপনারা এ দেশের জনগণের কর্মচারী।
তিনি আরো বলেন, সহিংসতা বন্ধের জন্য আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১১টা থেকে বেলা ১২টা যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ১১টি স্পটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Previous articleমিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
Next articleসোমবার গুলশান কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা কামরুলের