Home রাজনীতি নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার: সেতুমন্ত্রী

নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার: সেতুমন্ত্রী

582
0

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুসারে। নির্বাচনে অংশ নেয়া খালেদা বা বিএনপির অধিকার। কারো করুণা নয়। তারা নির্বাচনে আসলে হেরে যাবে বলেই নানা ষড়যন্তে লিপ্ত হয়েছে। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেলের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ২০০১ সালে বিএনপির ষড়যন্ত্রের কারণে হেরে যায় আওয়ামী লীগ। ক্ষমতায় এসে আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়াসহ আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে খুন করেছে বিএনপি।
কাদের আরো বলেন, আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির আছে। খালেদা জিয়ার দুই ছেলে পালিয়ে গিয়েছিল। ৯ বছর ধরে প্রবাসে আছে একজন। খালেদা জিয়ার এক ছেলে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। আরেক ছেলে পালিয়ে গিয়েই মৃত্যুবরণ করছে। বিএনপি পালিয়েই যায়। এ রেকর্ড তাদের রয়েছে। টাকা পাচার নিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ছেলেরা টাকা পাচার করেছে। একজনের টাকা ফেরতও আনা হয়েছে।

Previous articleএকতরফা নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল
Next articleঅর্থ পাচারে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা: আইনমন্ত্রী