Home জাতীয় নির্বাচনে কীভাবে জয়ী হতে হয় আ’লীগ তা জানে: মায়া

নির্বাচনে কীভাবে জয়ী হতে হয় আ’লীগ তা জানে: মায়া

507
0

Maya 03
ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগের কেউ আচরণবিধি লঙ্ঘন করেনি। খালেদা জিয়া গাড়িবহর নিয়ে মিছিল করে নির্বাচণের আচরণবিধি লঙ্ঘন করছেন।
তিনি বলেন, নির্বাচনে কিভাবে জয়ী হতে হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তা ভালভাবেই জানে। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দলের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দফতর সম্পাদক জামাল উদ্দীন প্রমুখ।

Previous articleব্যাংকের নিরাপত্তা তদারকি করবে বাংলাদেশ ব্যাংক
Next articleখালেদা জিয়ার গাড়িবহরে আবারো হামলা গুলি