Home জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি আছে, থাকবে: সিইসি

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি আছে, থাকবে: সিইসি

742
0
CEC Nurul Huda

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি আছে, থাকবে। তিনি এখনো আশা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

রাজধানীর নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা–বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। এই সভায় পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই নির্দেশনাই আইনশৃঙ্খলা–বিষয়ক সভায় দিয়েছে ইসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাও ইসি শুনেছে। সবার আশা, সুষ্ঠুভাবে এই তিন সিটির নির্বাচন করা সম্ভব হবে। বাড়তি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হবে না।

Previous articleআন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীরা কোনোভাবেই ছাড় পাবে না: প্রধানমন্ত্রী
Next articleদেশে বিএনপি-জামায়াতের রাজনীতির প্রয়োজন নেই: নানক