Home জাতীয় নির্বাচন ও সংলাপের আহবান ছাড়া অবরোধ অবসান হবে না: খালেদা

নির্বাচন ও সংলাপের আহবান ছাড়া অবরোধ অবসান হবে না: খালেদা

1034
0

Khaleda 08
ঢাকা: আওয়ামী লীগ এর প্রতি উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সংলাপের আহবান দেওয়া ছাড়া অবরোধ কর্মসূচির অবসান হবে না। রোববার রাত পৌনে ৮টার দিকে তিনি এসব কথা বলেন। দলের স্থায়ী কমিটির ৩ জন সদস্য খালেদা জিয়ার কার্যালয়ে গেলে তিনি এ কথা বলেন। পরে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সংবাদিকদের কাছে খালেদা জিয়ার বক্তব্য তুলে ধরেন।
এসময় রফিকুল ইসলাম মিয়া বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দি নয় বন্দি করে রাখা হয়েছে।যে পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে সেই পুলিশই বিএনপি চেয়ারপারসন এর প্রতি নিরাপদ স্থান থেকে পিপার-স্প্রে নিক্ষেপ করেছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জনগণকে তার পাশে চেয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান, এরপর আসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এর কিছুক্ষণ পরে প্রবেশ করেন খালেদা জিয়ার উপদেষ্টা এজে মোহাম্মদ আলী।

Previous articleবিএনপি জাতিকে অপমানিত করেছে: হানিফ
Next articleসোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল আ. লীগ