
ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে না। তাকে নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন, কারা কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীসহ সরকার সহযোগিতা করেনি এমন অভিযোগে দিয়ে মান্নার পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে দল থেকে জানানো হয়েছে।
রোববার গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে মান্নার প্রার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করে নাগরিক ঐক্য।
ঢাকা সিটি উত্তর নির্বাচনে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জ্ন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু তিনি কারাগারে থাকায় মনোনয়নপত্রে মান্নার স্বাক্ষর নেয়া সম্ভব হয়নি।
নাগরিক ঐক্যের সদস্য মাহবুব হোসেন মুকুল জানান, প্রশাসনের অনুমতি না মেলায় জেলগেইটে দীর্ঘক্ষণ অবস্থান করেও মনোনয়নপত্রে মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষর আনা সম্ভব হয়নি। যে কারনে শেষদিন মনোনয়নপত্র জমা দেয়া সম্ভব হয়নি মান্নার।