Home আইন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

540
0

অনলাইন ডেস্ক: নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ সংশ্লিষ্ট আইনের কয়েকটি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১১ ও ২০১২ সালে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত একসঙ্গে এই রায় দিল।

রিট আবেদনকারীদের আইনজীবী হাসান এস আজিম সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ এর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে এই আইনের ১৪টি ধারা-উপধারাকেও অবৈধ ঘোষণা করা হয়েছে।

Previous articleআ’লীগ ঈর্ষান্বিত হয়ে সমালোচনা করছে: মির্জা ফখরুল
Next articleআজ পবিত্র শবেবরাত