Home ফটো গ্যালারী নুসরাত ফারিয়ার বলিউডের কাজের খবরটি মিথ্যা

নুসরাত ফারিয়ার বলিউডের কাজের খবরটি মিথ্যা

890
0

বিনোদন ডেস্ক : বলিউডে কাজ করছেন না নুসরাত ফারিয়া। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমে জানিয়েছেন। ফারিয়া বলেন, মুম্বাইতে গিয়েছিলাম নিজের একটা লুক সেট করতে। তবে সেটি কোনো ছবির লুক নয়। অথচ খবর ছড়িয়েছে আমি বলিউডের ছবিতে অভিনয় করছি। সেটার লুক দিতেই মুম্বাইতে। আসলে খবরটি সত্যি নয়।

তিনি এও বলেন, মুম্বাইতে কোনো ছবির জন্য যায়নি। আর সেখানে যে কাজের জন্য গিয়েছি সেটা কোনো ছবির না। ভিন্ন একটা কাজে গিয়েছিলাম। আর শুধু বলিউডের ছবির মিটিং আর লুক সেটের জন্য তো মানুষ মুম্বাই যায়না! অন্য কাজেও তো যায়।

এর আগে ক্যারিয়ারের শুরুতে নায়িকার বলিউডের কিসিং সম্রাট ইমরান হাশমির বিপরীতে কাজের কথা হয়েছিল। কিন্তু পরে আর সেই কাজটি হয়ে ওঠেনি।

Previous articleনড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
Next articleবিশ্ববিদ্যালয় বন্ধ নয়, সবাইকে সচেতন থাকতে হবে: ঢাবি ভিসি