নেইমারের জোড়া গোলের সুবাদে তুরস্ককে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। অপর গোল দুটি করেছেন কায়া (আত্মঘাতী) ও উইলিয়ান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটিতে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর টানা পঞ্চম জয় পেল। ব্রাজিলের হয়ে গোলের সূচনা করেছিলেন নেইমারই। মাঝ মাঠ থেকে বল পেয়ে তিনি ডান পায়ে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় গোলটি আত্মঘাতী হয়। আদ্রিয়ানোর জোরালো শর্ট কায়ার পায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে যায়। এরপর তুরস্ক অবশ্য একটি গোল শোধের সুযোগ পেয়েছিল। কিন্তু জালে জড়ানো সম্ভব হয়নি। ৪২ মিনিটে উইলিয়ান ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন।
খেলার ৭০ মিনিটে নেইমার তার দ্বিতীয় গোলটি করেন। এর সুবাদে ৪-০ গোলে ম্যাচ শেষ করে দুঙ্গার বাহিনী। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। পরে লুই স্কোলারির কাছ থেকে কোচের দায়িত্ব নেন দুঙ্গা। ব্রাজিল আবার ছন্দে ফিরতে থাকে।