Home রাজনীতি নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা: খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ১০ আগস্ট

নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা: খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ১০ আগস্ট

423
0

ঢাকা: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশে তাদের ওপর বোমা হামলা চালায়।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

Previous articleজগন্নাথপুরে রাস্তা বন্ধ থাকায় ছাত্রছাত্রীসহ জনতার দুর্ভোগ
Next articleআমি সাংঘাতিক ট্রমাটাইজড: ফরহাদ মজহার