Home জাতীয় ন্যায়বিচার পাইনি, আপিল করবো: আসামীপক্ষ

ন্যায়বিচার পাইনি, আপিল করবো: আসামীপক্ষ

428
0

Adv. Shishir Munir
ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের রায়ের পর তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা।

ট্রাইব্যুনালের সামনে তিনি সাংবাদিকেদের বলেন, এর রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আপিল করবো।

তিনি বলেন, প্রসিকিউশনের এই সাক্ষ্যপ্রমাণের তথ্যগত ও আইনগত ভুল এবং বৈপরিত্য আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি।
কিন্তু ট্রাইবুনাল তা বিবেচনা করতে সক্ষম হননি। সুপ্রিম কোর্টে আপিলে আমরা সেগুলো তুলে ধরবো। আশাকরি আপিল বিভাগের রায়ে মাওলানা সুবহান খালাস পাবেন।

Previous articleমাওলানা আবদুস সুবহানের ফাঁসির আদেশ
Next article২৬৭ রানে বাংলাদেশ অলআউট