নড়াইল প্রতিনিধি: জেলার লোহাগড়ার একটি মাছের ঘেরের পাড় থেকে ছরোয়ার মোল্যা (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি ঘের থেকে রবিবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছরোয়ার মোল্যা ভাটপাড়া গ্রামের ময়না মোল্যার ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বোরো ধানের ক্ষেতে পানি দেওয়ার উদ্দেশে শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ছরোয়ার মোল্যা। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্থানীয়রা একটি মাছের ঘেরপাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান দ্য রিপোর্টকে জানান, নিহতের গলায় ফাঁস এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি জানান।