নিউজ ডেস্ক: পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। শুকুবার সকাল সাড়ে ১০টার দিকে ঝগডলের চারমাইল এলাকায় এ ঘটনা বলে জানান পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
তিনি বলেন, সকালে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জবদল থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার পথে মহাসড়কের চারমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার ৬ যাত্রী নিহত হন। গুরুতর অহতাবস্থায় একজনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তাদের মধ্যে এক শিশু, ২ জন নারী এবং ২জন পুরুষ রয়েছে বলে জানা গেছে।