Home জাতীয় পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী

পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী

387
0

ঢাকা: আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালীন বক্তব্য দেন লতিফ সিদ্দিকী। এসময় এমপি পদ থেকে তাকে অপসারনে নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসময় তিনি বলেন, আমি অনুমিত হয়েছি আমার নেতার অভিপ্রায় আমি সংসদ থেকে পদত্যাগ করি। কর্মী হিসেবে আমি সব সময় অনুগত ছিলাম। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

জাতীয় সংসদের ১৩৩ নম্বর টাঙ্গাইল-৪ আসন থেকে পদত্যাগ করলাম। পরে লতিফ সিদ্দিকী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান। সন্ধ্যার কিছু সময় পর লতিফ সিদ্দিকী সংসদ অধিবেশনে অংশ নিয়ে প্রথম সারির নির্ধারিত আসনে বসেন। নিউ ইয়র্কে পবিত্র হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হন তিনি। দল থেকে বহিষ্কার হওয়ার পর তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়ে লতিফ সিদ্দিকী ঘোষণা দিয়েছিলেন সংসদ থেকে তিনি পদত্যাগ করবেন।

Previous articleবঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করে যাব: ফজলে রাব্বী স্মরণ
Next articleগণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করবে বিএনপি: মওদুদ আহমেদ