Home জাতীয় পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করার পরামর্শ কাদেরের

পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করার পরামর্শ কাদেরের

515
0
পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে পরিবর্তন করতে তো পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।’
 রবিবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে বলতে চাই, ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।
পরিবরহন শ্রমিকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে কোনো ন্যায়সংগত বিষয় থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।
Previous articleআত্মবিক্রয় করা লোক দিয়ে নির্বাচন কমিশন পরিচালিত: রিজভী
Next article২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন