Home জাতীয় পরীক্ষা ছাড়াই ১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

পরীক্ষা ছাড়াই ১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

460
0

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভর্তি শিক্ষার্থীদের ক্লাস ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

প্রথমবারের মতো কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসএসসি ও এইচএসসির প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদর ভর্তি নির্দশিকা ও ওয়েব সাইট-এর মাধ্যমে যথাসময়ে জানানা হবে।

Previous articleবার কাউন্সিলের ফল চ্যালেঞ্জ করে রিট
Next articleজেনে নিন গর্ভাবস্থায় যা খেতে নেই !