Home বিভাগীয় সংবাদ পল্লবীতে বাসায় ঢুকে মামা-ভাগ্নিকে খুন

পল্লবীতে বাসায় ঢুকে মামা-ভাগ্নিকে খুন

332
0

Khun
ঢাকা: রাজধানীর পল্লবী থানার ৯ নম্বর সড়কের একটি বাসায় ঢুকে মামা-ভাগ্নিকে খুন করেছে দুর্বুত্তরা।

বুধবার দুপুরের দিকে পল্লবীর ৯ নম্বর সড়কের ২০ নম্বর বাসার পঞ্চম তলায় এই খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমিনুল ইসলাম (৪০) ও সুইটি (২৫)।

পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Previous articleপাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলি, নিহত ৪৩
Next articleচোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয় সালাহউদ্দিনকে