Home আঞ্চলিক পল্লীবন্ধু এরশাদকে আবারো ক্ষমতার মসনদে বসাতে হবে: জগন্নাথপুর জাপা

পল্লীবন্ধু এরশাদকে আবারো ক্ষমতার মসনদে বসাতে হবে: জগন্নাথপুর জাপা

464
0

কলি বেগম, জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে পৌর শহরের তালুকদার রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ আছকির খানের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জাপার সহ-সভাপতি আশিক মিয়া, এরশাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দুদু মিয়া, প্রচার সম্পাদক আব্দাল মিয়া, জাপা নেতা ফারুক মিয়া, তেরাব আলী মেম্বার, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, মাসুক মিয়া, ছানু মিয়া, দবির হোসেন, সাবাল পীর, আপ্তর মিয়া, বিশ্বনাথের দশঘর ইউনিয়ন জাপার সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জগন্নাথপুর পৌর জাপার আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব ডাঃ নুর আলী, কলকলিয়া ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল খালিক পুলিশ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা উলামা পার্টির সভাপতি মাওলানা আইয়ূব আলী। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির আমলে পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকা কালে দেশে শান্তি ছিল। দেশের জনগণ নিরাপদে বসবাস করছিলেন। বর্তমানে দেশে কোন শান্তি নেই। দেশে এখন দুর্দিন চলছে। তাই দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে আবারো পল্লীবন্ধু এরশাদকে এককভাবে ক্ষমতার মসনদে বসাতে হবে। এ জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

Previous articleজগন্নাথপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ইফতার মাহফিল
Next articleএশিয়াতেও জঙ্গিবাদ দক্ষিণ বিস্তৃতি লাভ করেছে: সংসদে প্রধানমন্ত্রী