Home জাতীয় পাঁচ সচিব পদে রদবদল

পাঁচ সচিব পদে রদবদল

464
0

ঢাকা: বিভিন্ন মন্ত্রণালয়ের পাঁচ সচিবকে রদবদল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। প্রজ্ঞাপনে আর বলা হয়, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর সচিব আলম মেহেদীকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সৈয়দ মঞ্জুরুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমানে নৌ-পরিবহন সচিবের দায়িত্ব পালন করছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান আলী মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সোহরাব হোসাইনকে বিসিএস প্রশাসনের রেক্টর (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) নিয়োগ দেয়া হয়েছে।

Previous articleডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন মঙ্গলবার
Next articleমৃত্যুদণ্ড স্থগিত করতে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান