Home জাতীয় পাশের হার কম হওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

পাশের হার কম হওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

529
0

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ উভয় বিষয়ে গতবারের চেয়ে খারাপ ফল হয়েছে। আর এই খারাপ ফলাফলের কারণ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে খাতা মূল্যায়ন করায় এবার পাসের হার কমেছে। মন্ত্রী বলেন, আমরা মানসম্মত শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি, তাই পাসের হার কমলেও সকল খাতা যাতে সঠিকভাবে মূল্যায়ন হয় সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খাতা সঠিকভাবে মূল্যায়ন হবে- এটাই আমাদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

Previous articleনির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি র বিদ্রোহী প্রার্থী সেলিম
Next articleসিলেট সিটি নির্বাচন; ইসলামী দলসমূহের শক্তি প্রদর্শনের সুযোগ !