Home বিভাগীয় সংবাদ পিছিয়ে পরা মানুষদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: ড. মির শাহ আলম

পিছিয়ে পরা মানুষদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: ড. মির শাহ আলম

409
0

সিলেট: রোটারী ক্লাব অব সিলেট নিউ সিটির প্রেসিডেন্ট, বাংলাদেশ বেতার এর পরিচালক (শিক্ষা), বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রোটারিয়ান ড. মির শাহ আলম বলেছেন, পিছিয়ে পরা মানুষদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। রোটারী ক্লাব অব সিলেট নিউ সিটি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে তারা সামাজিকভাবে আর পিছিয়ে না পড়ে। মানুষ মানুষের জন্য। সব মানুষকে মানুষের মর্যাদায় বেঁচে থাকতে রোটারিয়ানরা কাজ করছে।  শনিবার সন্ধায় নগরীর ধোপাদিঘিরপারস্থ হাবিব ভবনে রোটারী ক্লাব অব সিলেট নিউ সিটির সাপ্তাহিক সভা ও ‘ফ্যামেলি নাইট’ অনুষ্ঠানে চা-শ্রমিকদের সন্তানদেরকে শিক্ষা সামগ্রী প্রদানকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্লাব এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান জাকির আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক ফখরুল আলম, সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সারওয়ার আহমদ, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী, রোটারিয়ান এডভোকেট শেখ মকলু মিয়া, শাহাদাত হোসেন মজুমদার, আব্দুর রশীদ তালুকদার, অধ্যাপক মো. বদরুল আলম, গোলাম আজাদ, শেখ সেলিম আহমদ, ড. মিসবাহুল ইসলাম, জুবায়দা ফেরদৌসী চৌধুরী, মঈন উদ্দিন আহমদ ভুইয়া রুবেল, ইশফাক আহমদ চৌধুরী, মো. আব্দুল খালেক, খালেদ কাজিম, মো. শামসুল আলম, কবি লাভলী চৌধুরী, আলমগীর হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, আমন্ত্রিত অতিথি জেরিন আহমদ, মারজিয়া হোসেইন, শাহানা বেগম এনি, জুবায়দা ফেরদৌসী, মনোয়ারা বেগম মুন্নী, বৃটানিকা উইমেন্স কলেজের উপাধ্যক্ষ এস.এম মাহমুদ হোসেন, এম হোসেন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবুল কাশেম, নিশি উরাং, নমনি উরাং প্রমুখ।

Previous articleআমরা এখনো জনগণের সেবক হতে পারিনি: বিচারপতি খাইরুল হক
Next articleসুনামগঞ্জ জেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন