Home বিনোদন পুলিশ কমিশনারের মেয়ে সাদিয়া!

পুলিশ কমিশনারের মেয়ে সাদিয়া!

1003
0

Sadia
বিনোদন ডেস্ক: নায়িকা হিসেবে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন আইটেম গার্ল সাদিয়া। ‘নীল ভালোবাসা’ নামের এ ছবিটির পরিচালক সাজ্জাদুর রহমান বাদল। আর এ চলচ্চিত্রে নবাগত নায়ক হিসেবে থাকছেন হৃদয় খান এবং আবির খান। ছবিটি সম্পর্কে সাদিয়া বলেন, ‘নীল ভালোবাসা’ ছবিতে আমি মর্ডান মেয়ের চরিত্রে অভিনয় করবো। খুব বেশি আধুনিক হয়ে চলাফেরা করি। কমিশনারের মেয়ে হিসেবে খুব দাপট দেখাই এবং সবজায়গাতে আমার বেশ প্রভাব ও নাম-ডাক থাকে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে গ্রামের কলেজ বনাম শহরের কলেজ একটি প্রতিযোগিতা হয়। সেখানে আমার কলেজ হেরে যায়। আর তা নিয়ে নায়কের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। সৃষ্টি হয় নানা ঘটনার।
তিনি আরো বলেন, ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। বর্তমানে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ছবিটির বেশ কিছু গুরত্বপুর্ণ দৃশ্যের শ্যুটিং শুরু হয়েছে। এছাড়া ‘নীল ভালোবাসা’ ছবিতে অন্যান্যের মধ্যে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, রেহানা জলি, মর্জিনা ও সুব্রত।
এই সিনেমায় সিনেমায় আইটেম গানসহ মোট ছয়টি গান রয়েছে। নায়িকা হিসেবে অভিনয়ের পাশাপাশি ছবির আইটেম গানেও নাচবেন সাদিয়া।

Previous articleমৌলবাদী শক্তি বিকশিত হচ্ছে: মেনন
Next articleখালেদা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়: কৃষিমন্ত্রী