সিলেট শহরে এক পুলিশ সদস্যের বাসা থেকে অপহৃত এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃত হয়। এরপর পরিবারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় বামনবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে শনিবার রাত পৌনে ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ (৯) নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে দর্জিবন্দ বসুন্ধরা এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে। এ ঘটনায় কনস্টেবল এবাদুর ছাড়াও জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের সোর্স গেদা মিয়াকে আটক করা হয়েছে।