Home জাতীয় পেট্রলবোমা হামলায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

পেট্রলবোমা হামলায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

456
0

Police
ঢাকা: রাজধানীর রমনায় মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে পেট্রলবোমা হামলায় আহত পুলিশ কনস্টেবল শামীম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ১৭ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে রাজারবাগ পুলিশ লাইন্সে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে একটি বাসে ককটেল ও পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসে থাকা ৯ পুলিশ সদস্য আহত হয়েছিলেন।

Previous articleদেশ যতো ডিজিটালাইজড হবে দুর্নীতি ততো কম হবে: জয়
Next articleঅমর একুশে বইমেলার কাব্যগ্রন্থ “তবুও বৃষ্টি আসুক”