ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রতিবন্ধীদের চিকিৎসার সুব্যবস্থা ও ৩০ ভাগ প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার কাজ করেছে সরকার ।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০১৫’ উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও প্রতিবন্ধীদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।