নারায়ণগঞ্জ: দেশের বহুল প্রচারিত ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মানহানি মামলা হয়েছে। এতে সম্পাদক মতিউর রহমান ও নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনের আদালতে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অ্যাডভোকেট খোকন সাহা মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, গত ৩ ফেব্রুয়ার ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় গত ২০ জানুয়ারি বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল কালামের জামিন সংক্রান্ত বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। যেখানে আমাকে এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুকে জড়ানো হয়েছে। সেখানে আমাদের বক্তব্যও ছাপানো হয়েছে। কিন্তু প্রথম আলো পত্রিকার সংবাদে আমাদের যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা আমাদের বক্তব্য নয় এবং আমাদের কোনো বক্তব্যও নেয়া হয়নি।