প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0
1141

Motiur Rahman
ঢাকা: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও একজন ফটো সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঝালকাঠীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলার সমনে হাজির না হওয়ায় বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

গত বছরের ডিসেম্বরে অ্যাডভোকেট বনি আমিন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঝালকাঠীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।