Home রাজনীতি প্রধানমন্ত্রীকে সোমবার সংবর্ধনা দেবে আ’লীগ

প্রধানমন্ত্রীকে সোমবার সংবর্ধনা দেবে আ’লীগ

379
0

ঢাকা: ভারত সফর শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ সংবর্ধনা দেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় দলের এক যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর শেষে দেশের ফেরার সময় আওয়ামী লীগ সংর্বধনা দেবে।বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এ সংবর্ধনা দেওয়া হবে। চারদিনের সফরে শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে নয়াদিল্লিতে বিমান বাহিনীর পালাম ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফর শেষে সোমবার দেশে ফিরবেন তিনি।

Previous articleদেশ বিক্রি করে কেউ রক্ষা পায়নি: খালেদা জিয়া
Next articleতিস্তায় আপত্তি জানিয়ে বিকল্প প্রস্তাব মমতার