Home রাজনীতি প্রধানমন্ত্রীর নতুন সহকারী প্রেস সচিব হলেন আশরাফ সিদ্দিকী বিটু

প্রধানমন্ত্রীর নতুন সহকারী প্রেস সচিব হলেন আশরাফ সিদ্দিকী বিটু

494
0

বিশেষ সংবাদদাতা: আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের সদস্য আশরাফ সিদ্দিকী বিটুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস ইউংয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাকে এক বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দিয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পদত্যাগের শর্ত পূরণ সাপেক্ষে এই নিয়োগ চূড়ান্ত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
আশরাফ ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ছাত্রত্ব শেষে তিনি আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআইএ যোগ দেন। কয়েক বছর ধরেই তিনি সেখানে কাজ করছেন।
আশরাফ সিদ্দিকী বিটুর বাড়ি ময়মনসিংহ শহরে। তার বাবা আবু বকর সিদ্দিকী পেশায় একজন আইনজীবী। এর আগে তিনি সোনালী ব্যাংকে চাকরি করতেন। সেখান থেকে অবসরের পর আসেন আইনপেশায়।
এই নিয়োগ পেয়ে খুশি আশরাফ সিদ্দিকী বিটু তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভরসার ঠিকানা, আশার বাতিঘর হিসেবে উল্লেখ করে তার প্রতি অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়েছেন।

Previous articleহাওরে ক্ষতির পরিমান কে মেপেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
Next articleযে কারণে সুনামগঞ্জে হাওর এলাকায় এই বিপর্যয়