Home প্রবাস প্রধানমন্ত্রীর সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার আয়াছ মিয়ার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার আয়াছ মিয়ার সাক্ষাৎ

906
0

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পীকার সিলেটের কৃতিসন্তান কাউন্সিলর এম আয়াছ মিয়া। সোমবার সন্ধ্যা ৬.৩০ থেকে ৭টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।
সাক্ষাতকালে প্রবাসীদের ভোটাধিকার প্রদান, দেশে সফরে আসলে প্রবাসীদের যাতে হয়রানী না করা হয় এবং প্রবাসীদের জায়গা সম্পত্তির ও জানমালের আরও নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে জোর দাবী জানান তিনি। প্রধানমন্ত্রী এসব দাবী ধৈর্য সহকারে শুনেন ও তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছেন তা তুলে ধরেন এবং বলেন প্রবাসীরা সবসময়ই বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করছেন। তিনি বলেন প্রবাসীদের জন্য সবসময়ই তার সরকার আন্তরিক।

Previous articleলেবার পার্টি লন্ডন রিজিওয়নাল বোর্ডে বাংলাদেশী আপসানা নির্বাচিত
Next articleযারা গরু-ছাগলের মত বিক্রি হয় তারা দালাল: ড. কামাল