Home জাতীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের নিয়ে মশকরা করেছেন: ড. এমাজউদ্দীন

প্রধানমন্ত্রী শিক্ষকদের নিয়ে মশকরা করেছেন: ড. এমাজউদ্দীন

305
0

ঢাকা: শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী মূলত শিক্ষক সমাজকে নিয়ে হাসি, ঠাট্টা, মশকরা করেছেন। তাই তার বক্তব্য শুনে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে আমি বলেছিলাম, শিক্ষার জাতীয় বাজেটের ১৮ থেকে ২০ শতাংশ টাকা বরাদ্দ করুন। তাহলেই শিক্ষাখাতে উন্নয়ন সম্ভব। তিনি আমাকে বলেছিলেন, আমি চেষ্টা করবো। কিন্তু আজ শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যর পর স্পষ্ট হয়েছে যে, শিক্ষামন্ত্রী কোনো চেষ্টাই করেননি। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিক্ষক কর্মচারি ঐক্যজোট আয়োজিত ‘৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Previous articleতাহিরপুরে উৎকোচ না দেয়ায় মৃত এক মুক্তিযোদ্ধা স্ত্রীর বেতন ভাতা বন্ধ
Next articleবাঙালি মুসলিম কন্যা নাদিয়ার লন্ডন জয়