Home আইন প্রধান বিচারপতির শপথ নিলেন এস কে সিনহা

প্রধান বিচারপতির শপথ নিলেন এস কে সিনহা

369
0

SK Sinha
ঢাকা: বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর শনিবারই বিচারপতি সিনহা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন বলে আগেই জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই জ্যেষ্ঠ বিচারককে সোমবার দেশের ২১ তম প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয় সরকার। তিনি বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থালাভিষিক্ত হলেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে বিচারপতি সিনহাই হচ্ছেন প্রথম অমুসলিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, যিনি সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দেবেন।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার জন্ম ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি।
হাইকোর্টে তিনি বিচারক হিসাবে নিয়োগ পান ১৯৯৯ সালের ২৪ অক্টোবর। আপিল বিভাগে আসেন ২০০৯ সালের ১৬ জুলাই।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের যে বেঞ্চ বাতিল করেছিল, এস কে সিনহা ছিলেন তার অন্যতম সদস্য। এছাড়া ২০১১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া বেঞ্চেও সদস্য হিসাবে ছিলেন তিনি।

Previous articleসরকারকে জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের হুঁশিয়ারি
Next articleবাসের ধাক্কায় এনএসআই সদস্য নিহত