Home আঞ্চলিক প্রফেসর সামসুল হুদা শয্যাপাশে কয়েস লোদী

প্রফেসর সামসুল হুদা শয্যাপাশে কয়েস লোদী

375
0

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট শিক্ষাবীদ, এমসি কলেজের সাবেক অধ্যক্ষ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর সামসুল হুদা বাধ্যক্ষজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
বুধবার সাকালে তাঁকে দেখতে যান সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী। এসময় তিনি এই গুণি শিক্ষাবীদের শয্যাপাশে একান্তে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। কয়েস লোদীর সাথে ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল্লাহ আল হারুন। এদিকে প্রফেসর সামসুল হুদা আশু রোগমুক্তির জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে সাহেদ সামস ও রাহাত সামস।

Previous articleআন্তঃদেশীয় গ্রিডলাইন উদ্বোধন করলেন হাসিনা-মোদি
Next articleসুনামগঞ্জের দিরাইয়ে অসহায় বিধবাদের ছাগল দিন-দুপুরে নিয়ে গেল চুর